সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা থেকে কমিয়ে ১০ শতাংশ করার দাবিতে নগরী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। নগরীর ষোলশহর দুই নম্বর গেট থেকে আগ্রাবাদ পর্যন্ত দীর্ঘপথ হেটে কোটা সংস্কারের দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় তারা স্লোগান দিতে দিতে বিতরণ করেন দাবি সম্বলিত লিফলেট। আজ দুপুরে চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিপুল শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন। তাদের দাবি, বিদ্যমান ৫৬ শতাংশ কোটা পদ্ধতি সংস্কার করতে হবে। চাকরিতে কোটা ১০ শতাংশে নামিয়ে আনতে হবে।
এছাড়া আন্দোলনকারীদের অন্য পাঁচ দাবি হচ্ছে, কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে শূন্য পদে নিয়োগ দেওয়া, কোটায় কোনো ধরনের বিশেষ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরিতে সবার জন্য অভিন্ন বয়সসীমা এবং চাকরির নিয়োগ পরীক্ষায় কোটাসুবিধা একাধিকবার ব্যবহার না করা।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটেও কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরতরা জানান, কেন্দ্রীয় যেকোনো কর্মসূচি পালন করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবসময় প্রস্তুত আছে। দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন চলবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার