চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ১২ মামলার পলাতক আসামি জামায়াতের নেতা মো. সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ।
গত রবিবার রাতে থানা পুলিশ সেলিমকে গ্রেফতার করে বলে জানায় সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
বাংলাদেশ প্রতিদিনকে ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কেওচিয়ার নয়াপাড়া এলাকার বাসিন্দা মো. সেলিমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইনেসহ ১২টি মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/৯ এপ্রিল, ২০১৮/ফারজানা