ফেসবুক গ্রুপের প্রশ্ন ফাঁসের প্রচারণা চালিয়ে প্রতারণার অভিযোগে এক মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতার হওয়া ওই ছাত্রের নাম ওবায়দল হক (১৮)। এ সময় প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন সেট ও ৪টি সিম জব্দ করা হয়।
রবিবার গভীর রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দক্ষিণ পড়ুয়া পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ওবায়দুল হক আনোয়ারা উপজেলার পশ্চিম চালা ইসলামীয়া ফাজিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে। সে দক্ষিণ পড়ুয়া পাড়ার বাসিন্দা আবুল কালামের ছেলে।
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক মিমতানুর রহমান বলেন, ফেসবুকে একটি গ্রুপ খুলে সেখানে প্রশ্ন ফাঁসের প্রচারণা চালায় ওবায়দুল। যারা তার সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে বিকাশ নম্বরে ৮০০ থেকে এক হাজার টাকা করে নিয়ে থাকে। ওবায়দুলের বিভিন্ন তথ্য সংগ্রহ করে রাত একটার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার