চট্টগ্রাম নগরীতে লরি চাপায় এক সিএনজি টেক্সি চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবদুল মান্নান।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে ইপিজেড থানাধীন সল্টগোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল মান্নান বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার আলতি গ্রামের রুস্তম আলীর ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, একটি লরি সিএনজি টেক্সিকে পেছন থেকে ধাক্কা দিলে মান্নান গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে অটোরিকশার চালক মান্নানকে হাসপাতালে নিয়ে আসে। রাত পৌনে ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর