চট্টগ্রামের মিরসরাই বড়তাকিয়া এলাকায় ২ কেজি ২শ গ্রাম গাঁজাসহ তাজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় বড়তাকিয়া বাজার সংলগ্ন চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের রাজু স্টোর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া তাজুল ইসলাম মিরসরাই উপজেলার পূর্ব হইয়াচরা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।
র্যাব-৭ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ বলেন, র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামি তাজুল ইসলামকে আটক করে। সে একজন পেশাদার মাদকব্যবসায়ী। তার কাছ থেকে ২ কেজি ২শ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন