চৈত্র্যের শেষ দিনে প্রচণ্ড গরমের মাঝেও চট্টগ্রামে আদালত অঙ্গনের ভ্যাপসা হাওয়াটা যেন বদলে দিল আইনজীবীদের চলচ্চিত্র উৎসব। কর্মব্যস্ত আদালত পাড়ায় বিনোদনের রং ছড়িয়ে প্রথমবারের মতো মনোমুগ্ধ এই উৎসবটির আয়োজন করে বাংলাদেশ লইয়ার্স কমিউনিটি।
আয়োজনটির উদ্দেশ্য নিয়ে দিনভর অবশ্য গুঞ্জনের কমতি ছিল না। আয়োজকদের পক্ষে যদিও বলা হয়, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির একশত পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন, তবুও এর নেপথ্যে নতুন এই সংগঠনের কোন ভবিষ্যত নির্বাচনী লক্ষ্য আছে কিনা তা নিয়ে প্রশ্ন ছিল অনেকের। তবে এসব প্রশ্নকে ম্লান করে দিয়ে উৎসবে এক মঞ্চেই প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে হাজির হন আইনজীবী সমিতির ক্ষমতাসীন আওয়ামী লীগ পন্থী সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ও বিএনপি পন্থী সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী ।
সমিতির অডিটোরিয়ামে আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মোহাম্মদ ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। আয়োজক সংগঠনের আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ বরকতউল্লাহ বুলু।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ লইয়ার্স কমিউনিটি এর সদস্য সচিব এডভোকেট বোরহান উদ্দীন শাহ চলচ্চিত্র উৎসবের উদ্দেশ্য তুলে ধরেন। জাতীয় সংগীত ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন অতিথিরা।
কথামালা পর্ব ছাড়াও ছিল হারানো দিনের গান । "আমি একদিন তোমায় না দেখিলে..." গানটি গেয়ে মোহাম্মদ সাইফুল্লাহ চৌধুরী নয়ন সমবেতদের অনেককেই যেন নিয়ে যান অন্য এক ভাবনার জগতে ।
উৎসবে "ছুঁয়ে দিলে মন", "জলি এল.এল.বি-২", শিক্ষানবীশ আইনজীবী জুলিয়েট জোন টসকানো রচিত ও পরিচালিত "সাইবার ব্ল্যাকহোল"প্রদর্শিত হয়।
আয়োজকরা জানান, নিছক আইনজীবীদের বিনোদন ও একসাথে বড় পর্দায় সামাজিক চলচ্চিত্র দেখার জন্যই এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়।
বিডিপ্রতিদিন/ ই-জাহান