বন্দরনগরী চট্টগ্রামের কোতোয়ালি থানার আনন্দবাগ এলাকা থেকে ‘দ্বীন ফোর্স এক্সট্রিম’ নামে একটি জঙ্গি গ্রুপের ৭ সদস্যকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ উস্কানিমূলক বই ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
আটক সাত জন হলো- মো.তামিম (২৯), মো.আজফার (২১), মো.ইমরান (২৭), মো.পলাশ (২৮), মো. রিদওয়ান (২৭), এসএম জাওয়াদ (২৬) ও মো. মুনতাসির (২৬)।
র্যাব-৭ এর এএসপি মিমতানুর রহমান জানান, পহেলা বৈশাখকে কেন্দ্র করে গ্রুপের সদস্যরা একত্রিত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন