রাঙামাটির কাপ্তাই উপজেলায় আজ বিকেলে আগুনে পুড়ে গেছে ৫৬টি বসতবাড়ি। উপজেলার রাইখালী ইউনিয়নের নারানগিরি বড়পাড়ায় মারমা সম্প্রদায়ের বসতিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এলাকা দুর্গম হওয়ায় সেখানে ফায়ার সার্ভিস পৌঁছাতে পারেনি।
এ ব্যাপারে কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুনেছি ওই এলাকার মারমা সম্প্রদায়ের ৫৬টির মতো কাচাঁবাড়ি পুড়ে গেছে। এলাকা দুর্গম হওয়ায় ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার