চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়েছেন। তার নাম সাজেদা বেগম (৪২)। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট সোহেল সরকার জানান, বড়তাকিয়া চক্ষু হাসপাতালের সামনে মহাসড়কের চট্টগ্রাম-ঢাকা লেনের মাঝখানে ওই নারীর মরদেহটি পাওয়া যায়।
নিহত সাজেদা মধ্যম ওয়াহেদপুরের আকতার হোসেনের স্ত্রী।
বিডি প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৮/ওয়াসিফ