নগরীতে পানিতে ডুবে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম আহসান হাবিব (১২)। শবিবার দুপুরে বায়েজীদ থানাধীন ডিওএইচএস এলাকার লেকে ডুবে তার মৃত্যু হয়।
আহসান হাবিব ডিওএইচএস এলাকার তিন নম্বর সড়কের বাহার উদ্দিনের ছেলে।
বায়েজীদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, আহসান পা পিছলে লেকের পানিতে পড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম তার লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/৪ আগষ্ট ২০১৮/হিমেল