চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার বশিরশাহ মাজার গেট এলাকায় এক রিকশা চালক আরেক রিকশা চালককে লোহার রড দিয়ে আঘাত করলে ৪৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ে একজন নিহত হয়েছেন। আজ রবিবার বিকালে এ ঘটনা ঘটে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, দুই রিকশা চালকের মধ্যে মারামারির এক পর্যায়ে একজন আরেকজনকে লোহার রড দিয়ে আঘাত করে। এতে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযানে রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার