চট্টগ্রামের পটিয়া ও হাটহাজারী উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। রবিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ২১টি উপজেলার সঙ্গে এই দুই উপজেলার শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, পটিয়ার সাংসদ শামসুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, বিদ্যুৎ বিভাগের উপ-সচিব মো. শাহরিয়ার, পিডিবির চট্টগ্রাম দক্ষিণাঞ্চল প্রধান প্রবীর কুমার সেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৫ আগস্ট, ২০১৮/মাহবুব