চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) মাধ্যমে নির্মাণাধীন কাজ করার সময় ট্রাকের ধাক্কায় মো. আব্বাস আলী (৪৫) নামের এক কর্মকর্তা নিহত হয়েছে। আব্বাস নড়াইল জেলা সদরের তুলারামপুর এলাকার বারিক সিকদারের ছেলে।
সিডিএ’র নির্মাণাধীন একটি প্রকল্পের একজন কর্মকর্তা। আজ সোমবার নগরীর ইপিজেডের আলকরণ রোডে লিংক রোড প্রকল্পে কাজের সময় এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, গুরুত্বর আহত এ কর্মকর্তাকে চমেকে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার