নগরী থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও দেশীয় তৈরি অস্ত্রসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হলেন জাবেদ হোসেন (২৮), জসিম উদ্দিন (৩৮), ফিরোজ আল মামুন (৩২) ও আরিফুর রহমান লিটন (২৮)। শুক্রবার ভোর রাতে নগরীর আকবরশাহ থানার গাউসিয়া লেক সিটি আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (পশ্চিম) মইনুল ইসলাম বলেন, বিভিন্নজনের সঙ্গে সুসম্পর্ক গড়ে ব্যবসা এবং লাভের লোভ দেখান এ চক্রের সদস্যরা। পরে টার্গেট করা ব্যক্তির সাথে টাকা লেনদেন ও চুক্তি করার কথা বলে হোটেল কিংবা কোন একটা জায়গায় নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয়।
শুক্রবার ভোর রাতে এ ধরনের কাজ করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয় তারা। এর আগে তারা একইভাবে বিভিন্ন জনকে জিম্মি করে টাকা আদায়ের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা