চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ৭ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। অভিযুক্তরা হলেন মো. সবুজ (৫০), মো. বাদশা মিয়া (৩৫) ও মো. তৈয়ব (৩২)।
বৃহস্পতিবার রাতে বহদ্দারহাট এলাকার মেসার্স আলী এন্টারপ্রাইজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের হাতে থাকা ব্যাগ তল্লাশি ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা