চট্টগ্রামে ১৬ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৯৩৩ ক্যান বিয়ারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭ (র্যাব)। সোমবার চট্টগ্রামের পটিয়া ও কক্সবাজারের টেকনাফ থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান।
আটকরা হলেন- খবির হোসেন (২৭), মো. রফিক (২৭) ও সলিমুল্লা (২৩)। তবে সলিমুল্লা রোহিঙ্গা বলে জানা গেছে।
মিমতানুর রহমান আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থেকে খবির হোসেনকে ১৬ হাজার ৫০০ পিস ইয়াবা ও টেকনাফ থেকে রফিক ও সলিমুল্লাকে ৯৩৩ ক্যান বিয়ারসহ আটক করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম