১৫ আগস্ট, ২০১৮ ১৮:০৬

চট্টগ্রামে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা-ভালবাসা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা-ভালবাসা
চট্টগ্রামে জাতীয় শোক দিবস বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা, ভালবাসার মধ্য দিয়ে পালিত হয়েছে।
 
বুধবার সকাল থেকেই সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়।
 
চট্টগ্রাম জেলা প্রশাসন
 
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শোক র‌্যালি, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর অসামাপ্ত আত্মজীবনী পড়ে বিজয়ী হওয়া ১৫ শিক্ষার্থীর হাতে পুরস্কার বিতরণ।
 
সকালে সার্কিট হাউজ থেকে শোক র‌্যালি বের হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এ সময় শিল্পকলা একাডেমির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশন ও জেলা প্রশাসনের কার্যালয়ের কর্মকর্তাসহ নানা শ্রেণী পেশার মানুষ। এরপর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।
জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, পুলিশ সুপার নুরে আলম মিনা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমদ, জেলা কমান্ডার মো. সাহাব উদ্দিন।
উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, স্থানীয় সরকারের পরিচালক দীপক চক্রবর্ত্তী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোমিনুর রশিদ আমিন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. মমিনুর রশিদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাশহুদুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আমিরুল কায়ছার প্রমুখ।
 
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেন, ‘দেশকে ভালোবাসতে হলে, দেশের জন্য কাজ করতে চাইলে, দেশ প্রেমিক হতে চাইলে বঙ্গবন্ধুকে জানতে হবে। তার জীবনী পড়ার মাধ্যমে সঠিক পথের দিশা পাওয়া যাবে।
 
চট্টগ্রাম সিটি কর্পোরেশন
 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে সকালে নগর ভবনের সম্মুখস্থ বঙ্গবন্ধু চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
চসিকের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল আঞ্চলিক অফিস, ওয়ার্ড কার্যালয়, হাসপাতালসহ শিক্ষা প্রতিষ্ঠানে মিলাদ মাহিল, আলোচনা সভা।
তাছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে চসিক আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
 
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বক্তব্য রাখেন চসিক সচিব মোহাম্মদ আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ এবং কুসুম কুমারী সিটি কর্পোরেশন উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী রামিসা আনজুম রশ্নি ও কায়সার-নিলুফার কলেজের ছাত্রী নাসরিন আক্তার।
 
চট্টগ্রাম প্রেসক্লাব
 
চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী এবং ভিআইপি লাউঞ্জে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএফইউজের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, বর্তমান সাধারণ সম্পাদক শুকলাল দাস, সাবেক সাধারণ সম্পাদক আসিফ সিরাজ, সিইউজের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল।
উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সাংস্কৃতিক সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, সদস্য মুহাম্মদ শামসুল হক প্রমুখ।
 
চট্টগ্রাম জেলা পরিষদ
 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন
 
জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, সচিব শাব্বির ইকবাল, জেলা পরিষদ সদস্য জাফর আহমেদ, শওকত আলম শওকত, আ ম ম দিলশাদ, আকতার উদ্দিন মাহমুদ পারভেজ, দিলোয়ারা ইউসুফ, শাহিদা আক্তার জাহান, অ্যাড. উম্মে হাবীবা, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আনিসুর রহমান প্রমুখ।
 
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর