২০ আগস্ট, ২০১৯ ২০:০৯

সরকারি ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে ফার্মেসি বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

সরকারি ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে ফার্মেসি বন্ধ

সরকারি ওষুধ, অনুমোদনহীন ভারতীয় ওষুধ, যৌন উত্তেজক ভায়াগ্রা বিক্রিসহ নানা অনিয়মের কারণে চট্টগ্রামের হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নতুন পাড়া এলাকার ‘আকমল শাহ্ ফার্মেসি’ নামের একটি ওষুধের দোকান বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন। 

মোহাম্মাদ রুহুল আমীন বলেন, ‘ওই ফার্মেসিতে বিপুল পরিমাণ সরকারি ওষুধ, অনুমোদনহীন ভারতীয় ওষুধ ও ভায়াগ্রা পাওয়া গেছে। এ সব অপরাধে দোকানটি বন্ধ করে দেয়া হয়েছে। তবে অভিযান টের পেয়ে দোকান মালিক পালিয়ে যাওয়ায় আটক বা জরিমানা করা যায়নি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’   

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর