চট্টগ্রাম নগরের খুলশী থানার জাকির হোসেন রোডে শেখ জাকির হোসেন সানি (১৯) নামে এক কলেজছাত্রকে খুন করা হয়েছে। সোমাবার দুপুরে দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত তরুণ নগরীর ওমরগনি এমইএস কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।
নগর পুলিশের বায়েজিদ বোস্তামি জোনের সহকারী কমিশনার পরিত্রাণ তালুকদার বলেন, ‘ছুরিকাঘাতে আহত একজন এক তরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায়। হাসপাতাল থেকে আমরা বিষয়টি জেনেছি। তবে কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার