চট্টগ্রামে লাইসেন্স ছাড়া বাস চালানো এবং লাইসেন্সবিহীন বাস চালানোর অপরাধে দুই চালককে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম মনজুরুল হকের নেতৃত্বে নগরের টাইগার পাস মোড়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে ফিটনেসবিহীন বাসটিও জব্দ করা হয়।
দণ্ডাদেশপ্রাপ্ত চালকরা হলেন- মো. সুমন (২০) এবং মো. জাহেদুল ইসলাম (২২)।
বিআরটিএ সূত্রে জানা যায়, সকাল থেকে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন। অভিযানে গাড়ির ফিটনেস, পারমিট, ট্যাক্স টোকেন না থাকা, বাড়তি ভাড়া আদায়ের অপরাধে মোট ৪০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক বলেন, ‘বাসটির সামনের কাচ, জানালার কাঁচ ভাঙা এবং সামনের অংশও লক্কর-ঝক্কর। চালকের নেই কোনো লাইসেন্স। তাকে জিজ্ঞাসা করে জানা যায় সে নিয়মিত নয়, বদলি চালক। পরে ঘটনাস্থলে বাসের নিয়মিত চালককে হাজির করা হয়। মোটরযান আইন অনুসারে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো এবং লাইসেন্সবিহীন চালককে গাড়ি চালাতে দেয়া দুটোই অপরাধ। তাই তাদের দুইজনকে দুই মাসের করে কারাদণ্ড দেওয়া হয়।
পাশাপাশি ফিটনেসবিহীন বাসটিও জব্দ করে আদালতের জিম্মায় নেয়া হয়। তাছাড়া অভিযানে নানা অনিয়মে আরো বেশ কিছু যানবাহনকে জরিমানা করা হয়।’
বিডি প্রতিদিন/এনায়েত করিম