ছুরিকাঘাতে নিহত কর্মীর লাশ দেখতে গিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে মোটরসাইকেল হারিয়েছেন নগর ছাত্রলীগ সহ-সভাপতি সৌমেন বড়ুয়া।
সোমবার বিকাল ৫টার দিকে এ চুরির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ছাত্রলীগ নেতা সৌমেন বড়ুয়া বলেন, ছুরিকাঘাতে নিহত এমইএস কলেজের শিক্ষার্থী সানিকে দেখতে চমেক হাসপাতালে যাই। জরুরি বিভাগের সামনে আমার মোটরসাইকেলটি রেখে ভিতরে গিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে ফিরে এসে দেখি মোটরসাইকেলটি নেই।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুইয়া বলেন, ছাত্রলীগের এক কর্মী খুন হওয়ায় শত শত নেতাকর্মী হাসপাতালের জরুরি বিভাগের সামনে ভিড় জমায়। এর সুযোগে মোটরসাইকেল চুরি হতে পারে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন