শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে দুই যাত্রীর কাছ থেকে ২৯৫ কার্টন সিগারেট ও স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
শুক্রবার সকালে সংযুক্ত আবর আমিরাত থেকে আসা একটি ফ্লাইট থেকে এ গুলো জব্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুই যাত্রীর লাগেজে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে এক জনের লাগেজ থেকে ২৯৫ কার্টন সিগারেট এবং অপরজনের কাছ থেকে একটি স্বর্ণের বার জব্দ করা হয়। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক বাজার মূল্য সাড়ে ১২ লাখ টাকা। তাদের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন