১১ ডিসেম্বর, ২০১৯ ১৮:১৮

বিজয় দিবসে রেলওয়ে শ্রমিক লীগের র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :

বিজয় দিবসে রেলওয়ে শ্রমিক লীগের র‌্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেছেন, স্বাধীনতার ৪৮ বছর পরও স্বাধীনতা বিরোধীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিভিন্নভাবে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে রেলওয়ের সকল শ্রমিকদের মুজিব আদর্শে উজ্জীবিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবন্ধভাবে কাজ করার আহবান জানান। 

আজ বুধবার মহান বিজয় দিবস উপলক্ষ্যে চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে কারখানায় রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাবিবুর রহমান হাবিবের সঞ্চলনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির কার্যকারী সভাপতি সামসুদ্দিন মজুমদার। 

সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ গাজী জাকারিয়া পিন্টু, দপ্তর সম্পাদক এস এম জাহাঙ্গীর, সমাজকল্যাণ সম্পাদক আবদুল করিম, আন্তর্জাতিক সম্পাদক জি কে ফয়েজ তথ্য ও গবেষণা সম্পাদক গাজী মো. শাহজাহান, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন আজমল, পাহাড়তলী কারখানা শাখার সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক মো. মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, সিআরবি সদর দপ্তর শাখার মো. ইমাম হোসেন, দিদারুল আলম, হাবিবউল্লাহ কায়সার, ময়ন উদ্দিন মোল্লা, জোবায়ের ইসলাম, পাহাড়তলী শাখার যুগ্ম সম্পাদক মো. রাশেদুল ইসলাম মিথুন, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল ফয়সাল, লোকসেড শাখার সম্পাদক মো. বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম সুমন, ডিজেল শাখার সভাপতি সালেহ্ আহম্মদ বিদ্যুৎ শাখার সভাপতি নাসির উদ্দিন মিন্টু। 

আরও বক্তব্য রাখেন মো. মহসিন, আনোয়ার হোসেন, আব্দুল মালেক, আবু বক্কর, নজরুল, ফরহাদ, হোসেন, হাসান মাহমুদ রাসেল, মোস্তফা, রুবেল, জনি, মিঠু, জিয়া, সাকিল, সাজু, রাকিব, ফিরোজ, নোমান, আসিফ ও জাহিদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে, রেলশ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা একটি র‌্যালিও করেছেন। 

বিডি-প্রতিদিন/শফিক/সাইদুল ইসলাম

সর্বশেষ খবর