১২ ডিসেম্বর, ২০১৯ ১৮:০৯

চট্টগ্রামে দুই বাংলার কবিদের অনুষ্ঠান ‘কবিতার হেমন্ত’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে দুই বাংলার কবিদের অনুষ্ঠান ‘কবিতার হেমন্ত’

নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে খড়িমাটির উদ্যোগে দুইদিনব্যাপী ‘কবিতার হেমন্ত’ শিরোনামে কবিতার উৎসবের আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ‘অন্ধকার: কবিতার জাদুশিল্প’ শীর্ষক সেমিনার। 

এতে বক্তা হিসেবে থাকছেন পশ্চিমবঙ্গের কবি মেঘ বসু। আলোচক থাকবেন বাংলাদেশ থেকে কবি ফাউজুল কবির, জ্যোতির্ময় নন্দী, রিজোয়ান মাহমুদ, অচ্যুত ভট্টাচার্য। 

শুক্রবার সন্ধ্যা ৫.৩০টায় ‘কবিতার হেমন্ত’ শীর্ষক অনুষ্ঠানে কবিতা পড়বেন কবি অরুণ দাশগুপ্ত, অনুপম সেন, ফাউজুল কবির, অভীক ওসমান, জ্যোতির্ময় নন্দী, আসাদ মান্নান, খালিদ আহসান, তুষার দাশ, ইউসুফ মুহম্মদ, ওমর কায়সার, এজাজ ইউসুফী, রিজোয়ান মাহমুদ, বিজন মজুমদার, কামরুল হাসান বাদল, হাফিজ রশিদ খান, শামীম হাসান, খালেদ হামিদী, হোসাইন কবির, অচ্যুত ভট্টাচার্য, জিল্লুর রহমান, সেলিনা শেলী, আখতারী ইসলাম, নাজিমুদ্দীন শ্যামল, ভাগ্যধন বড়ুয়া, জাফর আহমেদ রাশেদ, অনুপমা অপরাজিতা, মানজুর মুহাম্মদ, মেঘ বসু, ওবায়েদ আকাশ ও সারাফ নাওয়ার।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর