সরকারের পাশাপাশি সারাদেশে ব্যক্তিগতভাবেও অনেকে সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরণের সেবা দিয়ে যাচ্ছেন। করছেন সাহায্য-সহযোগিতাও। ঠিক তেমনি চট্টগ্রাম নগরী ও নগরীর বাইরে উপজেলাগুলোতেও চলছে সেবামূলক নানা তৎপরতা। চট্টগ্রামের উপজেলা পর্যায়ে সহযোগিতা ও সেবামূলক কর্মকাণ্ডগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রাউজান উপজেলা। চলমান করোনা পরিস্থিতিতে এখানেই দেয়া হয়েছে প্রায় ৬৫ হাজার গরীব ও দুস্থ পরিবারকে খাদ্যসামগ্রী। ব্যক্তিগত এমন বিরল উদ্যোগ আগে দেখা যায়নি বলে জানান সংশ্লিষ্টরা।
তবে নানা পরিকল্পনার মধ্যে এবার চালু হচ্ছে চট্টগ্রামের রাউজানে হেল্প ডেস্ক মেডিকেল টিমও। এমন উদ্যোগ গ্রহণ করেছেন তরুন রাজনীতিবিদ ও সংগঠক ফারাজ করিম চৌধুরী। এই ১০ জন ডাক্তারের সমন্বয় টিমের প্রধান নির্বাহীর দায়িত্বে থাকবেন ডাঃ রিয়াজ উদ্দিন বিপ্লব। যারা ফেসবুক ব্যবহার করে না তাদের নিকট এ কার্যক্রমটি সম্পর্কে পৌঁছে দেয়ারও অনুরোধ করা হয়েছে।
করোনা মোকাবেলায় হেল্প ডেস্ক মেডিকেল টিমের বিষয়ে ফারাজ করিম চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, একটি নির্দিষ্ট সময়ে প্রতিদিন ১০ জন ডাক্তার রাউজানের মানুষকে করোনা সম্পর্কে যাবতীয় চিকিৎসা সেবা প্রদান করবেন। এই মেডিকেল টিমের চিকিৎসকরা শুধু পরামর্শ দিবেন তা নয়, একদিন পর ফোন করে রোগীদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবরও নিবেন। তিনি বলেন, ১০ জন ডাক্তারের সমন্বয়ে গঠিত টিম প্রতিদিন রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বিরতিহীন বিনামূল্যে সেবা দিয়ে যাবেন। আপনার শরীরে করোনাভাইরাস আছে কিনা, তা জানার জন্য কিংবা কোন উপসর্গ (জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট ও ডায়েরিয়া) দেখা দিলে বা আপনার করোনা পরীক্ষার প্রয়োজন কিনা সেটি ডাক্তারদের সাথে পরামর্শ করবে পারবেন। এতে লক্ষণ দেখা দেয়া এবং পরীক্ষার প্রয়োজন হলে তাকে পরীক্ষা করানোরও ব্যবস্থা করবো। তবে এ বিষয়ে বাইরের কারো যদি জরুরী চিকিৎসার প্রয়োজন হয় তারাও সহযোগিতা পাবেন।
রাউজান উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ক্রীড়া সংগঠক সুমন দে বলেন, কখনো মানুষের বাড়ি বাড়ি গিয়ে গিয়ে পৌঁছে দিয়েছেন বিভিন্ন খাদ্যসামগ্রী। কখনো বা ভ্যানে করে পাঠিয়েছেন মাছ ও শাকসবজি। ১০০ জন ডাক্তারের সমন্বয়ে চালু করেছিলেন টেলি-মেডিসিন সেবা। ইতোমধ্যে প্রায় ৬৫ হাজার গরিব ও দুস্থ পরিবারকে দিয়েছেন খাদ্যসামগ্রী। সর্বশেষ গত রমজান মাস জুড়ে প্রতিদিন ২ হাজার ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সাধারণ মানুষকে দিয়েছেন সেহেরীর খাবার। ঈদের পর নিজেদের তৈরি করা মাস্কও দিচ্ছেন পুরো চট্টগ্রাম জুড়ে। এরই মধ্যে আরো এক ব্যতিক্রমী হেল্প ডেস্ক মেডিকেল টিম নিয়ে সেবার মাঠে আছেন রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম. ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান, তরুন রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ