ভয়াবহ আকার ধারণ করা করোনা ভাইরাস প্রাদুর্ভাব থেকে এখনো সুরক্ষিত চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। কারাগারকে সুরক্ষিত রাখতে প্রাদুর্ভাবের শুরু থেকেই ভেতরে বাইরে নানান উদ্যোগ গ্রহণ করে কারা কর্তৃপক্ষ। ফলে তাদের নেয়ার পদক্ষেপের কারণে এখনো পর্যন্ত আক্রান্ত হয়নি বন্দিদের কেউ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন বলেন, ‘বন্দিদের করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়। সতর্কমূলক পদক্ষেপের কারণে এখনো পর্যন্ত বন্দিদের কেউ করোনা আক্রান্ত হয়নি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নেয়া উদ্যোগগুলো অব্যহৃত রাখা হবে।’
জানা যায়, করোনা প্রাদুর্ভাব পরিস্থিতির শুরু থেকেই নানান উদ্যোগ গ্রহণ করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কৃতপক্ষ। করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখার জন্য নেয়া উদ্যোগগুলোর মধ্যে রয়েছে আরপি গেইট এবং প্রধান ফটক দিয়ে প্রবেশের আগে কারারক্ষি ও বন্দিদের তাপমাত্র নিশ্চিত হয়ে এবং জীবানুমুক্ত করে প্রবেশের অনুমতি প্রদান, নতুন আসা বন্দিদের ১৪ দিনের বাধ্যতামূলক ভাবে কোয়ারেন্টাইন নিশ্চিত করা, একই সাথে রিমান্ড ও চিকিৎসা ফেরত বন্দিদেরও বাধ্যতামুলক ভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা। ছুটি থেকে যোগদানের পর কারাগারের কর্মকর্তা কর্মচারীদের বাধ্যকতামূলক ভবে কোয়ারেন্টাইন রাখা, কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব পালনের সময় স্বাস্থ্য বিধি অনুসরণ করে নিজেকে সুরক্ষিত রাখা, ভাইরাস জিরো দিয়ে প্রতিদিন দুই করে কারাগারে স্প্রে করা, প্রবেশকারীদের প্রধান ফটকে বসানো জীবানুনাশক চেম্বারে প্রবেশ করে বাধ্যকতামুলক ভাবে জীবানুমুক্ত করা, কারাগারের কর্মকর্তা-কর্মচারী এবং বন্দিদের বাধ্যকতামুলক ভাবে মাস্ক পরা, কারাভ্যান্তরে দায়িত্বপালনকারীদের বাইরে ঘুরাফেরা সম্পূর্ণ ভাবে বন্ধ করে রাখা অন্যতম।
জেলা সিভিল সার্জন অফিসের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুন বেশি বন্দি রয়েছে। তাই চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। বন্দিদের মধ্যে যদি করোনা একবার ছড়িয়ে পড়ে তা হলে ভয়াবহ আকার ধারণ করবে। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন এখনো পর্যন্ত কোন বন্দি করোনায় আক্রান্ত হয়েনি।
সিনিয়র জেল সুপার কামাল হোসেন বলেন, ‘কারারক্ষি ও বন্দিদের সচেতন করতেও নানান উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে কারাগারের গুরুত্বপূর্ণ স্থানে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতামুলক ব্যানার ও ফেস্টুন লাগনো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল