৮ জুলাই, ২০২০ ২২:০৬

চট্টগ্রামে বাসি-মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বাসি-মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে জরিমানা

চট্টগ্রাম নগরের কোতোয়ালি ও আকবর শাহ এলাকায় পৃথক অভিযানে বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী ও মো. আশরাফুল আলম এ অভিযান পরিচালনা করেন।   

জানা যায়, নগরের কোতোয়ালীর নন্দনকানন এলাকার বৌদ্ধ মন্দির রোডস্থ স্বপ্নিল রেস্টুরেন্টকে আগের দিনের রান্না করা বাসি পোলাও, সাদা ভাত, পরোটা, মুরগির মাংস ও মেয়াদবিহীন দই বিক্রয়ের অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

অন্যদিকে, নগরের আকবরশাহ এলাকার আল্লাহর দান মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে রেস্টুরেন্টসমূহে আগত ক্রেতাসাধারণ ও মালিককে স্বাস্থ্যবিধি অনুসরণের ব্যাপারে সচেতন থাকতে বলা হয়।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর