১৬ জুলাই, ২০২০ ২১:১৮

চট্টগ্রামে টাকার বিনিময়ে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কার্ড!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে টাকার বিনিময়ে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কার্ড!

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের মহল্লাদার মোহাম্মদ মোরশেদ। তার বিরুদ্ধে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কার্ড তৈরি করার নামে তিন জনের কাছ থেকে ৮ হাজার টাকা নেওয়ার অভিযোগ ওঠেছে। 

এর মধ্যে স্থানীয় বাসিন্দা ওবায়দুল ও নাছির থেকে নেন আড়াই হাজার টাকা করে এবং রবিউলের কাছ থেকে নেন তিন হাজার টাকা। 

এ ব্যাপারে ভুক্তভোগীরা হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দেন। অভিযোগের  প্রেক্ষিতে বৃহস্পতিবার মির্জাপুর ইউনিয়ন পরিষদের মহল্লাদার মোহাম্মদ মোরশেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে অভিযুক্ত মহল্লাদার মোহাম্মদ মোরশেদ নিজের অপরাধ স্বীকার করে অব্যাহতি দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেন।  

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কার্ড তৈরি করার নামে তিন জনের কাছ থেকে আট হাজার টাকা নেওয়ার অভিযোগ ওঠে মির্জাপুর ইউনিয়ন পরিষদের মহল্লাদার মোহাম্মদ মোরশেদ। কার্ড দেওয়ার নামে আইন বহির্ভূতভাবে অর্থ আদায় সংক্রান্ত একাধিক অভিযোগ পাওয়া যায়। এ সব অভিযোগের প্রাথমিক সত্যতাও পাওয়া যায়। তাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীদের টাকাও ফেরত দেওয়া হয়েছে।’   

 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর