চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবেশ ছাড়পত্র না থাকা, পুকুর ভরাট করা ও নানা শর্ত ভঙ্গ করায় দুই শিল্প প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।
ছাড়পত্র ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা করায় বোয়ালখালির একটি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা এবং পরিবেশের শর্ত ভঙ্গ করায় আরও এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বলেন, ‘পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে দুইটি শিল্প প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ সংরক্ষণে এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন