চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে খুন হয়েছেন সাইফুল ইসলাম সুমন (৩৭) নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার রাতে পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন গ্রামে শ্বশুরবাড়িতে ছুরিকাঘাতে আহত হন। শনিবার ভোর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাইফুলের বাড়ি কুসুমপুরা ইউনিয়নেরই বিনুনিহারা গ্রামে। ধারণা করা হচ্ছে স্ত্রীর হাতেই তিনি ছুরিকাহত হয়েছেন।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, সৌদি প্রবাসী সাইফুল ছয় মাস আগে বিদেশ থেকে আসেন। তার স্ত্রীর সঙ্গে যৌতুক নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। তিনি মাঝেমধ্যে তার শ্বশুরবাড়িতে গিয়ে থাকতেন। বৃহস্পতিবার শ্বশুরবাড়িতে সাইফুলের সাথে তার স্ত্রী এবং শ্বশুরপক্ষের লোকজনের ঝগড়া হয়। একপর্যায়ে ছুরিকাহত হয়ে তিনি গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়।
সাইফুলের শ্বশুরবাড়িতে তার স্ত্রী ফরিদা আক্তার, শ্বাশুড়ি ও সাত-আট বছর বয়সী এক শ্যালক ছাড়া কেউ ছিলেন না বলে জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/ফারজানা