১ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৩৭

চট্টগ্রামে গণ-পরিবহনে সুরক্ষা নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে গণ-পরিবহনে সুরক্ষা নিয়ে উদ্বেগ

ফাইল ছবি

চট্টগ্রামে গণ-পরিবহনে যাত্রী চলাচল স্বাভাবিক হলেও সুরক্ষা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। প্রায় পাঁচ মাস পর আজ মঙ্গলবার থেকে সাধারণ নিয়মে গণ-পরিবহন চলাচল শুরু করে। শুরুর প্রথম দিনেই গণ-পরিবহনে আসনের বেশি যাত্রী পরিবহন  করতে দেখা যায়। তাই যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

জানা যায়, বৈশ্বিক মহামারী করোনার কারণে গণ-পরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়। আজ থেকে বর্ধিত ভাড়া কমানো হয়। এর মাধ্যমে যাত্রীর মধ্যে স্বস্তি আসছে। কিন্তু স্বাস্থ্য সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন। বাস, মিনিবাস, টেম্পুতে যত আসন তত যাত্রী না নেওয়ায় ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা নিয়ে দুশ্চিন্তায় আছে যাত্রীরা।

তবে, গণ-পরিবহনে অনেক যাত্রীই মাস্ক, হ্যান্ডগ্লাভস, ফেস শিল্ড, প্লাস্টিকের স্বচ্ছ চশমা, ফুলহাতা শার্ট, সু বা কেডস পড়েছে। একই সঙ্গে নিয়মিত বিরতিতে হ্যান্ড স্যানিটাইজার বা স্প্রে ব্যবহার করছেন অনেকে।  

মুরাদপুরের একজন যাত্রী আশরাফুল ইসলাম বলেন, ‘সরকারি নির্দেশনা মতে, যত আসন তত যাত্রী নেবেন। কিন্তু লোকাল বাসগুলোতে আসনের বেশি যাত্রী দেখা যাচ্ছে। নিয়ম নীতি কেউ মানছে না। এ ছাড়া বাসগুলো যাত্রী তুলতে অসম প্রতিযোগিতাও করছে।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. বেলায়েত হোসেন বলেন, ‘নগরে যত রুট আছে সেখানে আমাদের বাস-মিনিবাস চলছে। কালুরঘাট থেকে পতেঙ্গা সি-বিচ, ভাটিয়ারী থেকে নিউমার্কেটসহ অন্যান্য রুটে চলাচলকারী বাস-মিনিবাস মালিকদের সভা করে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে, চালক বা স্টাফদের খামখেয়ালিপনার কারণে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামলা দিলে বা জরিমানা করলে সমিতি তার দায় নেবে না।’ 

তিনি বলেন, আমরা জানিয়ে দিয়েছি রুটের প্রান্তসীমায় গাড়ি পৌঁছার সঙ্গে সঙ্গে জীবাণুনাশক মেশানো পানি স্প্রে করে দেওয়ার জন্য। প্রত্যেক চালক ও স্টাফ যেন মাস্ক পরেন। গত ৬ মাস আমরা গণ-পরিবহন ব্যবসা করিনি। আরও ২ মাস স্বাস্থ্যবিধি মেনে সিট ক্যাপাসিটি অনুযায়ী গাড়ি চালালে অসুবিধা নেই। জীবিকার পাশাপাশি জীবনের কথাও ভাবতে হবে।’ 

বিডি প্রতিদিন/ আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর