উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রে হালদা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১০টি ইঞ্জিনচালিত বালুর নৌকা ধ্বংস করা হয়েছে। আজ শনিবার সকালে হালদা নদীর সাত্তার ঘাট থেকে নয়াহাট পর্যন্ত বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে এসব ইঞ্জিনচালিত বালুর নৌকা ধ্বংস করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নৌকার মালিক মো. জাফরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে নদীর বিভিন্ন স্পট থেকে এক হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়।
মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘বালু উত্তোলনের সময় ঘটনাস্থল থেকে ১০টি ইঞ্জিনচালিত বালুর নৌকা আটক করা হয়। তাৎক্ষণিকভাবে নৌকাগুলো এমনভাবে অকেজো করা হয়, যাতে সেগুলো পুনরায় বালু উত্তোলনের কাজে ব্যবহার করা না যায়। অভিযানে নৌকার মালিক মো. জাফরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। হালদা নদী রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।’
জানা যায়, গত প্রায় দুই বছর ধরে হাটহাজারী উপজেলা প্রশাসন কঠোর নজরদারিতে রেখেছে হালদা নদীকে। গভীর রাতেও পরিচালিত হচ্ছে অভিযান। গত দুই বছরে প্রায় ১২৭টি অভিযান পরিচালিত হয়। অভিযানে জব্দ করা হয় ১ লাখ ১৫ হাজার ঘনফুট বালি ও ২ লাখ ১৩ হাজার মিটার জাল, হালদা নদীতে অবৈধভাবে বসানো ঘেরা জাল জব্দকরা হয় দুই লাখ ৪১ হাজার ৫০০ মিটার, বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ জব্দ করা হয় ৩ দশমিক ৫ মিটার, ধ্বংস করা হয় বালু উত্তোলনে ব্যবহৃত ৯টি ড্রেজার ও ২৭টি ইঞ্জিন চালিত নৌকা, জরিমানা করা হয় এক লাখ ৭২ হাজার টাকা, কারাদণ্ড দেওয়া হয় ৩ জনকে ও নিলামে বিক্রি করা হয় দুই লাখ ২৫ হাজার টাকার বালু।
বিডি প্রতিদিন/আবু জাফর