করোনার সংকটময় সময়ে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর উচ্চ হারের টিউশন ফি কমানোসহ ৬ দফা দাবি উত্থাপন করেছেন বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত সংবাদ সম্মেলন ও অভিভাবক সমাবেশে এসব দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সভাপতি এ কে এম আশরাফুল হক। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক এ জেড এম সালাহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী শাহাদাত হোসেন নির্বাহী সদস্য মো. ইয়াকুব, উপদেষ্টা আরিফুর রহমান, সহ-সভাপতি মনজুর সাকলায়েন, প্রকৌশলী ফেরদৌস আজম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিনহাজ শাকিল, কোষাধ্যক্ষ উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার আফরোজা আকতার, নির্বাহী সদস্য শাহাদত মাসুদ প্রমুখ।
ফোরামের সভাপতি এ কে এম আশরাফুল হক লিখিত বক্তব্যে বলেন, ‘করোনাভাইরাসের কারণে ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে বেশকিছু ইংলিশ মিডিয়াম স্কুল অনলাইনে ক্লাস পরিচালনা করছে। কিন্তু কয়েকটি ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে টিউশন ফি দিতে না পারায় অনলাইন ক্লাস থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়ার অভিযোগ রয়েছে। অনেকে আবার টিউশন ফি যথাসময়ে পরিশোধ করতে না পারায় নিচ্ছে জরিমানাও। আইন না মানার কারণে তারা শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে বেপরোয়া আচরণ করছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ইংলিশ মিডিয়ামের পাশাপাশি বাংলা মিডিয়ামের স্কুলগুলোর আয়-ব্যয়ের তথ্যও অভিভাবকদের জানাতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’
সংবাদ সম্মেলনে আইন না মানা প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে ও সার্বিক বিষয়ে শিক্ষামন্ত্রী, উপ-মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বৈঠক হওয়ার কথা জানানো হয়।
উত্থাপিত দাবিগুলো হলো- করোনাকালীন মহামারির সময় উচ্চ হারের টিউশন ফি হ্রাস করা, ফি দিতে অক্ষম শিক্ষার্থীদের অনলাইন ক্লাস থেকে বঞ্চিত না করা, ২০১৭ সালের সরকারি গেজেট অনুসারে ২ জন নির্বাচিত অভিভাবক প্রতিনিধির সমন্বয়ে আইনানুগ ম্যানেজিং কমিটি গঠন করে স্কুল পরিচালনা করা, যৌক্তিকভাবে টিউশন ফি নির্ধারণ করা, স্কুলগুলোর সুষ্ঠু পরিচালনার জন্য একটি কার্যকরী শিক্ষানীতি প্রণয়ন করা এবং কার্যক্রম পর্যবেক্ষণের জন্য সরকারী পর্যায়ে একটি সম্পূর্ণ স্বাধীন, স্বায়ত্তশাসিত রেগুলেটরি বডি গঠন করা।
বিডি প্রতিদিন/আবু জাফর