চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর প্রচারনায় ফের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে নগরীর লালখানবাজার ওয়ার্ডের টাইগারপাস এলাকায় এ ঘটনা ঘটে।
খুলশী থানায় ওসি (তদন্ত) আফতাব আহমেদ বলেন, ‘আওয়ামীলী লীগের মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় দুই গ্রুপের মধ্যে ঝমেলা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
জানা যায়, শনিবার বিকেলে নগরীর লালখানবাজার এলাকায় আওয়ামীলী লীঘ সমর্থিত মেয়র প্রার্থী রেজাউল করিমের গণসংযোগ ছিল। এতে কেন্দ্রীয় আওয়ামীলী লীগের নেতারাও উপস্থিত থাকার কথা ছিল। অতিথিগণ আসার আগেই সংঘাতে জড়িয়ে পড়েন লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত মো. বেলাল ও লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুম অনুসারীরা। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ নেতা কর্মী আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল