চট্টগ্রাম অভিযান চালিয়ে ৩০ হাজার ১শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন- নুরুল আলম এবং কাইসার উদ্দিন। অভিযানে ইয়াবা পরিবহনের কাজে ব্যবহার করা একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। সোমবার রাতে জেলার টিয়া থানাধীন বাইপাস এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, ‘সোমবার গভীর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাইপাস এলাকা অভিযান চালানো হয়। অভিযানে একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে ৩০ হাজার ১শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় গ্রেফতার করা হয় দুই ইয়াবা ব্যবসায়ীকে।’
র্যাব জানায়- গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে। পরে তা স্পেয়ার চাকায় সুকৌশলে বেঁধে দেশের বিভিন্ন জায়গায় পাচার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার