১৮ এপ্রিল, ২০২১ ২০:৫০

তৃতীয় লিঙ্গের ৩০০ জনকে প্রধানমন্ত্রীর উপহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

তৃতীয় লিঙ্গের ৩০০ জনকে প্রধানমন্ত্রীর উপহার

তৃতীয় লিঙ্গের ৩০০ জনকে প্রধানমন্ত্রীর দেয়া ‘উপহার’ তুলে দিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসক বলেন, করোনাকালে যেসব শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে বা কষ্টে আছে তাদের হাতে ত্রাণ পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। সমাজের অবহেলিত তৃতীয় লিঙ্গের হিজড়া গোষ্ঠী যারা মানুষের কাছে হাত পাতে, যাদের অবহেলার চোখে দেখি তাদেরও ত্রাণের আওতায় আনতে চাই। নরসুন্দর, মুচি, জেলে, প্রতিবন্ধী, বেদে সম্প্রদায় ও পরিবহন শ্রমিকসহ যারা অতি কষ্টে দিনযাপন করছে তাদের পর্যায়ক্রমে ত্রাণের আওতায় আনা হবে।

তিনি বলেন, আমরা চাই এ পরিস্থিতিতে কেউ অনাহারে ও কষ্টে থাকবে না। যতদিন লকডাউন চলবে ততদিন সমাজের অসহায় ও অসচ্ছল মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের মধ্যে যারা প্রকাশ্যে সাহায্য নিতে সংকোচবোধ করছে বা সাহায্য চেয়ে আমাদের কাছে টেলিফোন ও এসএমএস করছেন তাদের বাসা-বাড়িতে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ  নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ কামাল ও নবজাগরণ হিজড়া শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি ফালগুনী হিজড়া প্রমুখ। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর