১৯ এপ্রিল, ২০২১ ১৭:২৪

পুড়ে গেছে লোহাগাড়ায় আশ্রয়ণ প্রকল্পের ১০ বসতঘর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পুড়ে গেছে লোহাগাড়ায় আশ্রয়ণ প্রকল্পের ১০ বসতঘর

শেষ সম্বলটুকু হারিয়ে কাঁদছেন বাসিন্দারা

চট্টগ্রামের লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে চুনতি আশ্রয়ণ প্রকল্পের ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রবিবার বিকেল ৫টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের সরকারি আশ্রয়ণ প্রকল্পে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্তরা হলেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মাহমুদা খাতুন, মো. শাহ আলম, নুরুল আনোয়ারা বেগম, আবুল বশর, আয়েশা বেগম, মাবিয়া বেগম, ফরিদুল আলম প্রকাশ বৈদ্য ফরিদ, আবু তাহের, আবুল কালাম ও আব্দুল আমিন।

অগ্রিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। 

স্থানীয়রা জানান, ফরিদুল আলমের বাড়ির রান্না ঘরের গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে দ্রুতই সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর