চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে অসচ্ছল, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত এক হাজার পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়েছে ত্রাণ। এসব ত্রাণ দেয়া হয়েছে সন্ধ্যার পর থেকে শুরু গভীর রাত পর্যন্ত। জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশনায় এসব ত্রাণ বাসায় পৌঁছে দিচ্ছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।
জানা যায়, গত ১৪ এপ্রিল থেকে লকডাউন শুরু হলে অসচ্ছল, নিন্মবিত্ত- মধ্যবিত্তদের মধ্যে অনেকেই নানাভাবে সংকটে পড়েন। সংকটে পড়েন অনেক মধ্যবিত্ত পরিবারও। এমন অবস্থায় জেলা প্রশাসন রাতের আধারে মধ্যবিত্তের ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছে। এসএমএস বা ফোন কলের মাধ্যমেও অনেকে সমস্যার কথা জানান। এসব শ্রেণীর মানুষের ঘরে রাতের আধারে প্রধানমন্ত্রীর উপহার সম্বলিত চাল, ডাল, তেল, ছোলা, চিনি, চিড়া, আলু, চা পাতার ত্রাণের প্যাকেট পৌঁছে দেয়া হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, দিনের বেলায় অসচ্ছল, অসহায়, হিজড়া, দিনমজুর, প্রতিবন্ধী, বেদে, দুঃস্থ শিল্পীসহ অন্যান্যদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ দিয়ে যাচ্ছি। এ পর্যন্ত ১০ হাজার মানুষকে ত্রাণের আওতায় আনা হয়েছে। তবে নিন্মবিত্ত-মধ্যবিত্ত, যারা সরাসরি ত্রাণের জন্য আসে না, অনলাইনে যোগাযোগ করে। তাদের ঠিকানায় রাতের বেলায় ত্রাণ নিয়ে ম্যাজিস্ট্রেট ঘরে ঘরে যাচ্ছেন। আমাদের ত্রাণ কার্যক্রম চলমান থাকবে।
বিডি প্রতিনিধি/আবু জাফর