চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন পুরাতন চারতলা এলাকায় আয়েশা আক্তার নামে ১২ বছরের এক শিশু গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছে। শনিবার রাতে স্থানীয় মুনাফ কলোনিতে এ ঘটনা ঘটে। আয়েশা আক্তার কক্সবাজারের উখিয়া থানার রাজাপালং উত্তর বিলের শামসুল আলমের মেয়ে।
তাদের প্রতিবেশী মো. মনির হোসেন বলেন, আয়েশার পিতা রিকশাচালক ও মা গার্মেন্ট শ্রমিক। গত কয়েকদিন ধরে শিশু আয়েশা মায়ের কাছে একটি মোবাইল ফোন কিনে দিতে বায়না ধরে। কিন্তু তার মা সেটি কিনে দিতে না পারায় শনিবার রাতে বাসায় যখন কেউ ছিল না, তখন গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, মায়ের সঙ্গে অভিমান করে শিশুটি আত্মহত্যা করেছে। রাত পৌনে দশটার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার