চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)’র উদ্যোগে ১০ হাজার গরীব ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে। রবিবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত কমিশনার শ্যামল কুমার নাথ, উপ-কমিশনার আবদুল ওয়ারিশ আহমেদ, অতিরিক্ত উপ-কমিশনার শাহ মো. আবদুর রউফ।
জানা যায়, সিএমপি’র পশ্চিম বিভাগের উদ্যোগে ১০ হাজার গরীব ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়। পশ্চিম জোনের ২৪টি বিট এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
প্রতি প্যাকেটে রয়েছে ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ লিটার ভোজ্য তেল ও ১ কেজি অন্যান্য খাদ্যসামগ্রীসহ মোট ১২ কেজি খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/আবু জাফর