চট্টগ্রামে অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীর নাম মো ইমতিয়াজ। অভিযানে মাদক পরিবহণের কাজে ব্যবহার করা একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। রবিবার গভীর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে এ অভিযান চালানো হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, করোনাকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাদক ব্যবসায়ীদের তৎপরতা খবর পেয়ে নজরদারী বাড়ানো হয়। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। পরে তাতে তল্লাশী চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় লোহাগাড়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন