চট্টগ্রামে গার্মেন্টস পণ্য চুরির দায়ে চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা চট্টগ্রামের পুলিশ। এসময় একটি কাভার্ড ভ্যান ও তিন হাজার পিস বিছানার চাদর উদ্ধার করা হয়। সংঘবদ্ধ চোরচক্র রপ্তানি পণ্য পরিবহনকালে বিশেষ কৌশলে কার্টুন থেকে কিছু মালামাল চুরি করে রেখে দেয়। পরবর্তীতে রপ্তানিকৃত দেশে পণ্য পৌঁছার পর নির্দিষ্ট পরিমাণ থেকে কম পণ্য পাওয়া গেলে চুরির বিষয়টি সন্দেহ হয়।
সোমবার তাদেরকে গ্রেপ্তার করে বলে জানান চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের গোয়েন্দা (বন্দর) বিভাগরে এসি মো. ইয়াসির আরাফাত। তিনি বলেন, এসব পণ্য বিদেশে রপ্তানির জন্য প্রস্তুত করা হয়। ইপিজেড থানার র্যাব-৭ এর গলি, বন্দর থানার ২ নম্বর মাইলের মাথা এবং নিমতলা ট্রাক টার্মিনাল থেকে চুরি হওয়া ৩ হাজার বিছানার চাদর উদ্ধার করা হয়। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।
চট্টগ্রাম বন্দর গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত একটি ট্যাক্সটাইল লিমিটেড ১৪ হাজার ২৩৩ পিস বিছানার চাদর তৈরি করেন। নারায়নগঞ্জ হতে চট্টগ্রাম বন্দরে শিপমেন্টের জন্য পাঠানোর পথে একটি সংঘবদ্ধ চোরাচক্র তিন হাজার পিস চুরি করেন। চুরির ঘটনায় গত ১৯ এপ্রিল ট্যাক্সটাইল লিমিটেড পতেঙ্গা থানায় একটি মামলা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার