চট্টগ্রাম নগরীতে অভিযান পরিচালনা করে ১৯ মাদক সেবীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে তাদের কাছ থেকে প্রায় দুই কেজি গাঁজা জব্দ করা হয়।
আজ মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, আজ মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়।
অভিযানে প্রায় দুই কেজি গাঁজাসহ ১৯ মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেয়া হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর