চট্টগ্রাম নগরীর বায়েজিদ বায়েজিদ বোস্তামি মাজারের পুকুর থেকে অজ্ঞাত মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার এ কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এতে উদ্ধারকৃত কঙ্কালের পরিচয় পাওয়া যায়নি বলে জানান বায়েজিদ বোস্তামি থানার উপপরিদর্শক (এসআই) নূর নবী।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি ৪/৫ দিন ধরে মরদেহ পুকুরে পড়েছিল। বয়স আনুমানিক ১২ থেকে ১৪ বছর হতে পারে। মরদেহের শরীরে মাংসপেশী কাছিম খেয়ে ফেলেছে। উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার