কর্ণফুলী নদীতে একটি অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। এদের একজন ওই জাহাজের টেন্ডল ও অপরজন লস্কর। এছাড়া অগ্নিদগ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতরা হলেন- রুহুল আমিন ও নিজাম উদ্দিন। আহতরা হলেন- আবু সুফিয়ান (৪৭), শাহবুদ্দিন (৬০) ও মনির হোসেন (৩৪)।
আজ বৃহস্পতিবার সকাল ৭টায় বন্দরের ৯ নম্বর জেটির বিপরীতে ‘এমটি ইরাবতী-১’ ট্যাংকারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বন্দর সূত্রে জানা গেছে, ট্যাংকারটি ১২০০ টন জ্বালানি নিয়ে আশুগঞ্জ থেকে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে সুপার পেট্রোক্যামিক্যাল জেটিতে আসে। জাহাজটির এজেন্ট ঈগল রিভার ট্রান্সপোর্ট। সকালে ট্যাংকারটির ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত হলে ঘটনাস্থলে ২ জন মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। খবর পেয়ে বন্দরের পাইলট আবুল খায়েরের নেতৃত্বে টাগবোট কাণ্ডারী ১, কাণ্ডারী ১০ পানি এবং ফোম ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া চিকিৎসকদের বরাত দিয়ে জানান, আহত ব্যক্তিদের মধ্যে মনির হোসেনের অবস্থা আশঙ্কামুক্ত হলেও আবু সুফিয়ান এবং সাহাবুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক।
বিডি প্রতিদিন/আবু জাফর