চট্টগ্রাম নগরীতে বাস চাপায় জিহাতুর ইসলাম নামে সাত বছরের এক শিশু নিহত হয়েছে। একই ঘটনায় ওই শিশুর দাদি লায়লা বেগম মারাত্বক ভাবে আহত হয়েছেন। শুক্রবার ভোরে নগরীর কাপ্তাই রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
চমেক হাসপাতালের পুলিশ কন্ট্রোল রুম জানায়, ভোরে নাতিকে নিয়ে সিএনজি টেক্সি করে নগরীর হামিদচর যাচ্ছিল লায়লা বেগম। এসময় একটি বাস তাদের বহনকারী সিএনজি টেক্সিকে চাপা দেয়। স্থানীয় লোকজন উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা ওই শিশুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মারাত্বক আহত লায়লা বেগমকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/আল আমীন