চট্টগ্রামে অভিযান চালিয়ে ছয় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, সৈয়দুল করিম এবং আবু তাহের। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহার করা একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাতে লোহাগাড়ার উপজেলা গেইট এলাকায় এ অভিযান চালানো হয়।
চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চট্টগ্রাম-কক্সবাজার মহানসড়ক নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে পুলিশ। বৃহস্পতিবার রাতে একটি প্রাইভেট কারে তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় গ্রেফতার করা হয় দুই মাদক ব্যবসায়ীকে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন