চট্টগ্রামে রোগীদের স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন 'কল্যাণ'-এর উদ্যোগে রিকসাচালক, শ্রমিক, ভ্যান চালক ও শ্রমজীবী মেহনতী মানুষের কাছে ‘হেড আমব্রেলা হ্যাট’ বিতরণ করা হয়েছে। মহান মে দিবস উপলক্ষ্যে শনিবার (১ মে) দুপুরে নগরের আগ্রাবাদ ও নিউমার্কেট এলাকায় সংগঠনের উদ্যোগে শতাধিক ছাতা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কল্যাণের পরিচালক ইঞ্জিনিয়ার আরিফ উদ্দিন, কল্যাণ বোর্ড অব ডিরেক্টরস এর সেক্রেটারি আবদুল্লাহ আল মুমিন, ফিন্যান্স ডিরেক্টর আকরাম উদ্দিন আহাম্মদ রাজীব, ডিরেক্টর জাবেদ হোসাইন, কল্যাণ বোর্ড অব এক্টিভিস্টের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সায়েম হোসেন, ভাইস প্রেসিডেন্ট বিবি ফাতেমা, এক্সিকিউটিভ মেম্বার রাকিব উদ্দিন, সাইফুল ইসলাম, উম্মে ফারজানা, নওশাদ আরমান, ইঞ্জিনিয়ার রাশেদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত