চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- রবিউল ইসলাম রাজু এবং মো হানিফ। রবিবার বিকেলে তাদের গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ।
পাঁচলাইশ থানার ওসি আবুল কাসেম ভুইয়া বলেন, চমেক হাসাপাতালে সংঘাতের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে রাজু ওই দিনের ঘটনায় সামনে থেকে নেতৃত্বে দেয়। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে চমেক হাসপাতালে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘাতের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় ছাত্রলীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার