হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা আহমদ শফী হত্যা মামলার বাদী মো. মঈন উদ্দিন জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। রবিবার বিকেলে তিনি পাঁচলাইশ থানায় জিডি করেছেন।
পাঁচলাইশ থানার ওসি আবুল কাসেম ভুইয়া বলেন, ব্যক্তিগত জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন মঈন উদ্দিন। জিডিতে তিনি উল্লেখ করেন- মামলা দায়েরের পর থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে অনুসরণ করছে। এ জন্য জীবনের নিরাপত্তা শঙ্কায় ভুগছেন। তাই এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে সব রকম নিরাপত্তা জোরদার করা হবে।
প্রসঙ্গত, গত বছরের ১৭ ডিসেম্বর মো. মঈন উদ্দিন আদালতে আল্লামা আহমদ শফীকে হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। ১২ এপ্রিল এ ঘটনার তদন্ত প্রতিবেদন দিয়েছে পিবিআই। এতে হেফাজতের বর্তমান আহ্বায়ক কমিটির আমির জুনায়েদ বাবুনগরীসহ ৪৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার